-
পিঠের ও মেরুদণ্ডের ব্যথার হোমিও চিকিৎসা
পিঠের ও মেরুদণ্ডের ব্যথার হোমিও চিকিৎসা পিঠের ব্যথা চিকিৎসা করাটা খুব একটা সহজ নয়। বিশেষ করে যে সমস্ত ব্যথা মেরুদন্ডের সাথে যুক্ত স্নায়ুর প্রদাহের কারণে সৃষ্টি হয়। সঠিকভাবে চিকিৎসা করলে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি কার্যকর ভাবে পিঠের ব্যথার স্থায়ী উপশম দিতে সক্ষম।
Posted · Author Md. Sazu Ahammed (Homoeopath)
-
কোমর ব্যথার দ্রুত কার্যকরী হোমিও চিকিৎসা (Homeopathic remedies for back pain)
কোমর ব্যথার দ্রুত কার্যকরী হোমিওপ্যাথিক ঔষধ প্রাপ্ত বয়স্ক ব্যক্তি মাত্রই কোমরের ব্যথার সাথে কম-বেশি সবাই পরিচিত। প্রায় প্রতিটি ক্ষেত্রেই সাধারন সনাতন চিকিৎসা পদ্ধতি নিয়ে কোমর ব্যথার উপশম করা হয়। আজকের লেখাটি সেই সমস্ত রোগীদের সাহায্যার্থে যারা বার বার বিভিন্ন প্রকার চিকিৎসা নেয়ার পরও কোমর ব্যথার হাত থেকে পুরোপুরি নিষ্কৃতি পাচ্ছেন না। এখানে বিস্তৃতভাবে কোমর ব্যথার হোমিও চিকিৎসায় ব্যবহৃত উল্লেখযোগ্য ঔষধসমূহ ও ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করা হয়েছে।
Posted · Author Md. Sazu Ahammed (Homoeopath)
-
সন্ধি ও মাংসপেশীর বাতের (Rheumatoid Arthritis) ব্যথার হোমিও চিকিৎসা
সন্ধি ও মাংসপেশীর বাতের ব্যথার হোমিও চিকিৎসা প্রান্তিক প্রতিসম একাধিক সন্ধি আবরণের প্রদাহ জনিত সন্ধি ধ্বংসকারী ব্যাধি যা কিনা ভারবাহী জায়গায় ও কখনো কন্ডরায় (Tendon) প্রায়ই অনুভব করা যায়। অস্থি, অস্থিসন্ধি, কন্ডরা ও পেশীরজ্জুর সাথে ক্ষেত্রবিশেষে অন্যান্য ব্যাধি সংযুক্ত থাকার জন্য একে বাত ব্যাধি বলা হয়। আমাদের আজকের লেখাটি এই বাত ব্যথা চিকিৎসা বিষয়ক আলোচনায় বিস্তৃত।
Posted · Author Md. Sazu Ahammed (Homoeopath)